বাংলা কবিতা

  • মাতাল
    - শঙ্খ ঘোষ
  • আরাে একটু মাতাল করে দাও।

    নইলে এই বিশ্বসংসার

    সহজে ও যে সইতে পারবে না!


    এখনও যে ও যুবক আছে প্রভু!

     এবার তবে প্রৌঢ় করে দাও

    নইলে এই বিশ্বসংসার।

    সহজে ওকে বইতে পারবে না।