বাংলা কবিতা

  • বাবাকে
    - রণজিৎ দাশ
  • ভাতকাপড়ের দুশ্চিন্তা করেই

    সমস্ত জীবনটা কাটলো আপনার।


    কোনো শিল্প, কোনো সম্ভোগ, কোনো উদাসীনতা

    আপনাকে স্পর্শ করলো না।


    আপনার কথা লেখা আমার পক্ষে অসম্ভব।

    আপনি আমার লেখার জগৎ থেকে একটু দূরে রয়েছেন,

    যেমন শহর থেকে একটু দূরে থাকে পাওয়ার স্টেশন।