বাংলা কবিতা

  • ট্রেন থেকে
    - প্রেমেন্দ্র মিত্র
  • ট্রেনের কামরায় ছিলাম বসে,

    মাঠ বন গ্রাম যাচ্ছিল বয়ে

    জানালা দিয়ে দুরন্ত স্রোতে।

    হঠাৎ বৃষ্টি এলো ছুটে, দূর দিগন্ত থেকে

    সার-বাঁধা বিরাট এক ফৌজের মতো -

    ধরবেই - আমাদের ধরবেই !

    ট্রেনের সঙ্গে যেন তাদের দৌড়ের পাল্লা।

    আকাশে পড়লো সারা।

    সারা পড়লো আমার মনে।

    অনেক দিন এমন ছোটা আর ছুটিনি,

    এমন ছাড়া পায়নি আমার মন

    আকাশ-ছোঁয়া তেপান্তরে

    পক্ষীরাজে-চড়া রাজপুত্তুরের মতো।