বাংলা কবিতা

  • লেখার কাগজ
    - শামসুর রাহমান
  • লেখার কাগজ ক্রমে ক্রয় ক্ষমতার সীমা থেকে

    খুব দূরে সরে যাচ্ছে; অথচ আমার রোজই চাই

    কিছু শাদা কাগজ, কেননা আমি, বলা যায়, প্রায়

    প্রত্যহ কিছু-না কিছু লিখি। উপরন্তু ভালো কাগজের

    প্রতি, মানে সুশোভন কাগজের প্রতি বড় বেশি

    আকর্ষণ বোধ করি। কাগজ কিনতে গিয়ে আমি

    বেশ কিছু সময় কাটাই, উল্টে-পাল্টে বারবার

    দেখি রাইটিং প্যাড, সযত্নে পরখ করে নিই।


    আমাকে ছিটেল বলে ব্যঙ্গ করা অত্যন্ত সহজ;

    কিন্তু আমি যা বলি স্পষ্টই বলি; সত্যি, ঢাক-ঢাক

    গুড়-গুড় আমার স্বভাবে নেই। যদি কোনোদিন

    কাগজ বাজার থেকে কর্পূরের মতো উবে যায়,

    নিরুপায় আমি অনন্তকে শ্লথগতি কচ্ছপের

    ছায়া ভেবে লিখে যাবো ধূলো আর গাছের পাতায়।