বাংলা কবিতা

  • তীর্থ
    - হেলাল হাফিজ
  • কেন নাড়া দিলে?

    নাড়ালেই নড়ে না অনেক কিছু

    তবু কেন এমন নাড়ালে?

    পৃথিবীর তিন ভাগ সমান দু’চোখ যার

    তাকে কেন একমাস শ্রাবণ দেখালে!


    এক ওভাবে নাড়ালে?

    যেটুকু নড়ে না তুমুলভাবে ভেতরে বাহিরে

    কেন তাকে সেটুকু নাড়ালে?


    ভয় দেখালেই ভয় পায় না অনেকে,

    তবু তাকে সে ভয় দেখালে?

    যে মানুষ জীবনের সব ক’টি শোক-দ্বীপে গেছে,

    সব কিছু হারিয়েই সে মানুষ

    হারাবার ভয় হারিয়েছে,

    তার পর তীর্থ হয়েছে।