বাংলা কবিতা

  • আমাদের সর্বনাশ হয়ে গেছে
    - তারাপদ রায়
  • আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম,

    যার উদ্দেশে ধ্রূপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ

    প্রশস্তি লিখেছিলাম

    গতকাল বলাইবাবু বললেন, ‘ঐটি বানরলাঠি গাছ।'

    অ্যালসেশিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে

    আমরা তিন মাস বকলস পরিয়ে মাংস খাওয়ালাম

    ক্রমশ তার খেঁকিভাব প্রকট হয়ে উঠছে।


    আমরা টের পাইনি

    আমাদের ঝরণা কলম কবে ডট্‌ পেন হয়ে গেছে

    আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন

    আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন।


    আমরা বুঝতে পারিনি

    আমাদের সর্বনাশ হয়ে গেছে।