বাংলা কবিতা

  • ডাল
    - ভাস্কর চক্রবর্তী
  • যখন সেদ্ধ হতে চায় না ডাল

    সারাবাড়ি

    থমথম করে। স্নান ক'রে

    বাবা দাঁড়িয়ে থাকেন। স্নান ক'রে

    দিদি দাঁড়িয়ে থাকেন।

    আর সকালবেলা আমি চমকে উঠি -

    সমস্তবাড়ি চুপচাপ


    মা, বসে আছেন উনুনের পাশে।