বাংলা কবিতা

  • কবিতা ১৪৯
    - ভাস্কর চক্রবর্তী
  • মনে পড়ে সুদূর আয়োডিনের গন্ধ।

    মনে পড়ে, চিঠিপত্র আর আসবে না কোনোদিনই।

    যখনই চোখে ভর্তি হয়ে আসে জল

    টুপিটা আমি সামনের দিকে নামিয়ে নিই।

    আর হাঁটতে থাকি

    ছিমছাম পা ফেলে শুধুই হাঁটতে থাকি


    রাস্তা থেকে, চুপচাপ, হারিয়ে যাই রাস্তায়।