বাংলা কবিতা

  • জন্মদিনের কবিতা
    - জয় গোস্বামী
  • অসাধ্য নয়, কিছুই এখন

    অসাধ্য নয় তোমার পক্ষে

    নদীর ওপর নৌকা রাখো

    পুরুষ রাখো নারীর বক্ষে


    মাঠের শেষে গাছটি রাখো

    গাছটিতে হও নিষিদ্ধ ফল

    পথিকজনকে দেখাও পথে

    গুচ্ছে গুচ্ছে তরুণী দল


    গ্রামের মধ্যে পথ পেতে দাও

    পুষ্করিণী, পথের পাশে

    নোটনরা সব নাইতে নামুক

    কাপড় শুকোক দূর্বা ঘাসে


    এসব যদি পারো ঠাকুর

    এসো, আমার মাথায় চাপো

    চূর্ণী নদী পার করে দিই -

    সবার জন্য অন্ন মাপো !