বাংলা কবিতা

  • একদিন এইসব হবে, তাই
    - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
  • একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। 
    একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে, যাই। 
    একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের। 
    একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। 
    একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে, এসো। 
    একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে 
    নিষ্পাপ বালক বলবে, হাহা। 
    একদিন এইসব হবে বলেই এখনও 
    সূর্য ওঠে, বৃষ্টি পড়ে, এবং কবিতা লেখা হয়।