বাংলা কবিতা

  • কোকিল
    - মণীন্দ্র গুপ্ত
  • মৃত্যু হল কি না জানব কী করে ?
    হাতুড়েরা বলল, নাক মুখ চোখ দিয়ে তখন প্রাণের বাতাস বেরিয়ে যাবে 
    ডাক্তার বলল, যখন রাইগার মর্টিস শুরু হবে 
    এ যেন এত সোজা -- ‘বাড়িতে আছো নাকি, থাকলে সাড়া দাও’
    সাড়া না দিলে বুঝব নেই 
    গুরুজি বললেন, দেখ, বাহার যদি ঠিক ঠিক হয়
    তবে কোকিল ডাকবেই। বলে আলাপ করতে করতে
    যেই কোমল নিখাদ থেকে ধৈবতে মিড় লাগিয়েছেন,
    অমনি দূরে সাড়া দিল কোকিল।  
     
    আমি ভাবছি - আমার বেলা, কোকিল যদি দেশে না থাকে ?
    ছটফটে বসন্তের শেষে কোকিল যদি ঘুমিয়ে পড়ে ?