বাংলা কবিতা

  • সংগ্রহ
    - মণীন্দ্র গুপ্ত
  • শুরু হয়েছিল ডাকটিকিট দিয়ে -
    তারপর দেশলাইয়ের বাক্স, মুদ্রা, মুখোশ, প্রজাপতি, নুড়ি,
    অবশেষে চাঁদের পাথর। 
    কিন্তু এসব হচ্ছে দুগ্ধপায়ী শিশুর যোগ্য -
    তারপর, তারপরই আমার লক্ষ্য হল সাবালক পুরুষালি বস্তু। 
    এবং বলতে পারি, এখন আমার সগর্ব সংগ্রহে আছে
    ইয়োরোপীয় সতীদের ব্যবহৃত গুটি পঞ্চাশেক চেস্টিটি বেল্ট,
    জ্যান্ত অবস্থায় ছাড়ানো রেড ইন্ডিয়ান যোদ্ধার রক্তমাখা
    বিনুনি ও ঝুঁটি সুদ্ধ মাথার কিছু চামড়া,
    নাগা ও বোর্নিওর নৃমুন্ডশিকারীর খুনী দা,
    বাঙালি আত্মঘাতিনীর ফাঁসুড়ে শাড়ি (তার মধ্যে দুখানা বালুচরী),
    মাউরি সুন্দরীর উল্কি-আঁকা পিঠের ও তলপেটের ছাল, ছাড়ানো
    পারমাণবিক যুদ্ধ-পরবর্তী কালো পীত এবং সাদা রঙের মানবভ্রূণ, বিভিন্ন পর্যায়ের। 
     
    বর্তমানে আমি খুঁজে বেড়াচ্ছি
    সমাধিস্থ সাধুর মস্তিষ্ক, এবং বাঁশের অগ্রভাগে লটকানো
    চৌকো গর্তে খাপে-খাপে লেগে যায় এমন একটি গোল দন্ড
    বা ভাইসি ভার্সা ।