বাংলা কবিতা

  • সুখ
    - লীলা মজুমদার
  • মেঘ কেটে যায়, রোদ্দুর ওঠে ;
    আঁধার রাতে জ্যোত্স্না ফোটে।
    সুখ রহে না পথে পড়ে,
    সুখ নিতে হয় হাতে গড়ে।
    বিলিয়ে দিবি যাকে তাকে,
    ভরলে মুঠোয় নাহি থাকে।
    তাইরে নারে নাইরে না,
    ধূলোর মতো উড়্য়ে দে না।
    ভরে যাবে বুক,
    তাকেই বলে সুখ।