বাংলা কবিতা

  • এক একটা দিন
    - পবিত্র মুখোপাধ্যায়
  • এক একটা দিন মনে হতে থাকে সব চলে গেল
    সব চলে গেল 
    এক একটা দিন দেখি কারা দূরে নদীর ওপারে
    সাজাচ্ছে চিতা 
    সারাদিন ধরে ঝুপ্ ঝুপ্ পাড় ভাঙার শব্দ
    কান পাতলেই 
    সারা বনটাই চষে ফেলি তবু কোনখানে নেই জনক দুহিতা !
     
    এক একটা দিন মেঘ ও রৌদ্রে শৈশব থেকে
    ছুটে আসে হাওয়া 
    হু হু  করে বুক,  কীসের অসুখ বুঝি না
    মেঘেরা ঝুঁকে পড়ে নীচে 
    গগন ঠাকুর মৃত্যু সিরিজ সাদা কালো রঙে
    এঁকে যায়, আর - 
    ঘুঘু ডাকে অস্ফুট স্বরে, বলে -
    শুরু হল যাওয়া, শুরু হল যাওয়া ।