ভয়ে সর্বদাই খুব কেঁচো হয়ে আছি
মেরুদণ্ডে গন্ডগোল, জ্যোৎস্নারাত হাসে
সাহসের কথা কিছু মনেই পড়ে না
মাছের খাবার নই তবু মৎসকূল
উপাদেয় ভোজ্য ভেবে আটকে যায় ফাঁদে।
কষ্ট করে খুঁড়ে ব্যবহার করে দেখ
উপকার হবে, লোভে ধৈর্য্যই ভরসা ।
নিশ্চিদ্র খননে যদি না বেরোয় সাপ
প্রবচন মিথ্যে হবে,কদাচিৎ হয় ।
এ যাত্রায় রক্ষা পেলে পুলিস পাঠিও
পাঁচটা ফুসফুস নিয়ে আমরা সবাই
ভয়ে কেঁচো হয়ে আছি, প্রকান্ড উদ্ভিদ
জ্যোৎস্নারাত,সকলেই মনে মনে হাসে
আমাদের পক্ষে সব জানা অসম্ভব ।
মাটিকে মেদিনীজ্ঞান করেই মরেছি ।