বাংলা কবিতা

  • রেস্তোরাঁয়
    - পুষ্কর দাশগুপ্ত
  • ১   ২   ৩   ৪   ৫
    ডানদিকের সারিতে ৫ টি
    ১   ২   ৩   ৪
    বাঁদিকে ৪ টি
    পরপর টেবিল
    ৯ টি
     
    চৌকোণা টেবিলের
    ৩টির কাচ নীল
    ৩টির কালো
    ৩টির সবুজ
     
    প্রতিটি টেবিলে ৪টি করে
    মোট ৩৬ টি চেয়ার
     
    ৩ টি টেবিলে ৪ জন করে ১২ জন
    ৩ টি টেবিলে ৩ জন করে ৯ জন
    ২ টি টেবিলে ২ জন করে ৪ জন
    মোট ২৫ জন লোক
    বাকি ১ টি টেবিল ফাঁকা
     
    টেবিলে
    কেউ কথা বলছে কেউ বলছে না
    কেউ জল খাচ্ছে কেউ খাচ্ছে না
    কেউ চা খাচ্ছে কেউ খাবার খাচ্ছে
    আবার
    কেউ কিছুই খাচ্ছে না কিছুই করছে না
     
    ঘরে
    ৯ টি টেবিল
    টেবিলে
    ৩৬ টি চেয়ার
    চেয়ারে
    ২৫ জন লোক
    তাদের জন্য
    ৩ জন ওয়েটার
     
    ওদের মাথার ওপর
    ৫ টি ফ্যান ঘুরছে
    ওদের মাথার ওপর
    ৬ টি আলো জ্বলছে
    ওদের মাথার ওপর
    ৫ টি কড়ি ৯ টি বরগা নিয়ে ছাদ স্থির হয়ে আছে