বাংলা কবিতা

  • নিশ্চয় পৌঁছাবো
    - তারাপদ রায়
  • নড়বড়ে বাঁশের সাঁকো ।
    তার ঠিক মাঝখানে পুরোনো পাগল দাঁড়িয়ে ।
    তাকে বারণ করলেও
    সে সাঁকো নাড়াবে,
    তাকে বারণ না করলেও
    সে সাঁকো নাড়াবে ।
     
    কিন্তু যাবো ।  আপনাদের কাছে যাবো ।
    একদিন সব পাগল পাগলা গারদে থাকবে ।
    একদিন অনায়াসে ঐ সাঁকো পার হয়ে যাবো,
    একদিন পৌঁছবো ।
    একদিন জঙ্গল ভেঙে, কাঁটাবন ডিঙিয়ে,
    একদিন বন্যার জল উজিয়ে,
    একদিন খরায় ধুঁকতে ধুঁকতে,
    একদিন লঙ্গরখানার ভিড় ঠেলে,
    একদিন অবশ্যই আপনাদের কাছে পৌঁছবো।
    বিশ্বাস করুন, নিশ্চয় পৌঁছবো ।
    আপনাদের কাছে পৌঁছবো ।