কাঁধবদল করছে শববাহকেরা-
পা ফেল সাবধানে
বাঁ-দিকে পড়ছিল একটূ বেশি ঝোঁক,
ডানদিক সামলাও
এবার ডানদিকে চাপ রাখতে হবে,
ভারসাম্য বজায়
রাখতে হবে, ডাইনে-বাঁয়ে, পদক্ষেপে,
শবযাত্রী সাবধান
শক্ত হাতে ধরা থাক শবাধার
ছুঁয়ে থাক শব
মিলিত গতির ছন্দ- শ্বাসাঘাতে-
মৃদুমন্দ আন্দোলিত মাথা
হাত মুষ্টিবদ্ধ নয়, উত্তোলিত নয়,
অধোমুখ-
কণ্ঠের অনুচ্চ ধ্বনি
বাতাসে ছড়ায় অমঙ্গল
নিজেদেরই ভয় ভাঙাতে
থেকে থেকে দু একটা হুংকার
চারদিকে ছড়াচ্ছে ত্রস্ত প্রতিধ্বনি
গা-ছমছম ভয়
এখন ডানদিকে চাপ রাখতে হবে
বাঁয়ে যারা- নিজেরা সামলাক
পিছনে, অজ্ঞাতবাসে, রাত জাগে
সশস্ত্র সন্ত্রাস।