ব্যর্থতা একটি মৌচাক ।
আমি সেখানে নানা প্রায়শ্চিত্ত থেকে এনে
অশ্রু ভরি ।
ভিজে বিদ্যুতের মতো তার ভিতরটা,
বাইরে মৃত করবীর বন।
এরকম যদি না হতো তবে
গ্রীষ্মে পানাপুকুরের কঙ্কালের সঙ্গে
মেলাতে পারতাম না আমার স্মৃতি,
বর্ষাকালের জলস্রোতেই যথেষ্ট হত
আমার নৌকাবিলাস,
শীতকালে মাটির রথ হতো পৃথিবী,
আর শেষ ঋতুতে আমলকি ফলের অভ্যন্তরই
হত বিজ্ঞান।