বাংলা কবিতা

  • বিলম্ব
    - শ্যামলকান্তি দাশ
  • আমাকে হয়তো কিছুদূর নিয়ে গেলে
    আমাকে হয়তো কিছুদূর নিয়ে যাবে
    ওভাবে পালাতে পারবো না আমি আর –
    আমাকে কোথাও পুঁতে রেখে যেও তুমি।
     
    গ্রামের দুপাশে উদাত্ত বাঁশবন –
    কোনো উৎপাত ধারেপাশে ঘেঁষবে না।
     
    চোখ ফুঁড়ে ফুঁড়ে যেদিন উঠবে গাছ
    বুক খামচিয়ে যেদিন গজাবে পাতা
    মাথা গুঁড়ো গুঁড়ো যেদিন উড়বে ছাই
    দেখো তো আমার উদ্ভাস কতখানি !
     
    আমিও ছিলাম তোমাদের ভাঙা দলে
    আমিও ছিলাম সুগভীর কঙ্কাল
    মুখ দেখতাম কালিপড়া লন্ঠনে –
    জানাতে একটু বিলম্ব হয়ে গেল !