বাংলা কবিতা

  • যারা বই লেখে
    - বনফুল
  • যারা বই লেখে

       চড়ে না তাদের হাঁড়ি 

    যারা বই বেচে 

      তাদেরই গাড়ি বাড়ি 

    আম ফলিয়ে আমগাছ 

      পায় না কোনো মূল্য 

    আম বেচে বাগানওয়ালাই 

      ক্রমাগত ফুলল 

    সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে 

      চলছে বেচা কেনা 

    সৃষ্টিকর্তা পায় না কিছু 

      করতে হচ্ছে দেনা