বাংলা কবিতা

  • অমূল্য আঢ্যের দিব্যজ্ঞানোন্মেষ
    - প্রবাল কুমার বসু
  • অনেক তপস্যা, সাধ্যিসাধনার পর
    অমূল্য আঢ্য শেষমেশ ঈশ্বরের দেখা পেল 
    ঈশ্বর জিজ্ঞাসা করলেন  - কী বর চাও?
    মাথা চুলকে ঢোক গিলে, হাত কচলে অমূল্য বলল
    স্যর, একটু ভাল থাকতে চাই
     
    এরকম একটা সম্বোধনে ঈশ্বর সামান্য হকচকিয়ে গেলেও 
    তা সামলে নিয়ে বলেলন - 
    বেশ তাই হবে। আর অভয়ের হাত বুলিয়ে দিলেন অমূল্যর মাথায়
     
    জিজ্ঞাসু দৃষ্টিতে অমূল্য ঈশ্বরের দিকে চাইতেই তিনি বললেন 
    তোমার বুদ্ধির কিছুটা অংশ সরিয়ে নিলাম 
    ভাল থাকবার প্রাথমিক শর্ত এটাই - 
    একটু একটু বোকা হয়ে যাওয়া