বাংলা কবিতা

  • জয় হোক বাংলা কবিতার
    - সোমনাথ চট্টোপাধ্যায়
  • আত্মহত্যা করার আগে কবির সিদ্ধান্ত 
    পৃথিবীতে আগুন জ্বেলে যেতে হবে 
    অতএব নজরুল থেকে দু-লাইন, সুকান্তর 
    এক লাইন, সুভাষ মুখুজ্যে পার করে 
    পাবলো নেরুদা, হো-চি-মিন এমনকি 
    মাও-ৎ-তুং-এর প্রেমের কবিতা থেকে 
    বিপ্লব খুঁজে নিয়ে যশোর রোডের মতো 
    চওড়া একখানি কাব্যগ্রন্থ প্রকাশ করলেন 

    সেই কাব্যগ্রন্থ সমঝদারের সিদ্ধান্তে 
    পেয়ে গেল দেশের সর্বশ্রেষ্ঠ পুরস্কার 
    ফলত পাপড়ি চাটের মতো বিক্রি হল 
    কবিতার বই।  কবি আত্মহত্যার সিদ্ধান্ত 
    আপাতত মুলতুবি রেখে ভ্রমণে বেরোলেন 
    গঙ্গোত্রী-গোমুখ পার করে সোজা তপোবন 

    বরফ ঝরা শীতের রাতে এক নিঃসঙ্গ সাধুর ডেরায় 
    ঠান্ডায় কাঁপতে কাঁপতে অতএব তিনি কাব্যগ্রন্থের 
    একটি-একটি করে পাতা ছিঁড়ে আগুন জ্বালিয়ে 
                উষ্ণতা উপভোগ করলেন --

    ভোর হলে সাধুবাবা বলে উঠলেন 
                 বাংলা কবিতার জয় হোক।