বাংলা কবিতা

  • অহংযান : একটি বিজ্ঞাপন
    - রণজিৎ দাশ
  • ২৮০ অহংশক্তি-বিশিষ্ট এই জৈবযান। 

    এক মর্মভেদী স্পেনীয় ষাঁড়। তার স্ট্যাচু। 

    এক সূফী শীশমহল। 

    স্টার্ট তুড়িতে। গিয়ার কৌতুক। স্টিয়ারিং অন্তর্বেদনার। 

    জ্বালানি - রক্ত, মদ কিংবা ব্ল্যাক উইডো-র লালা। 

    চালকের আসনে ত্রিস্তর, পরিবর্তনশীল।  

    সংশয়ের জন্য পানশালা। যুক্তির জন্য অস্ত্রাগার। 

    বিশ্বাসের জন্য শ্মশান।  

    সম্ভোগের গ্রাঁ প্রী কিংবা বৈরাগ্যের সাফারিতে 

    পাঁচ হাজার বছর ধরে বিষণ্ণ বিজয়ী। 

    মডেল হারাকিরি। 

    জ্বালানি ফুরিয়ে গেলে

    একটি আন্তরিক চুম্বনে ৩৫ কিলোমিটার অব্দি যায়। 

    দাম : ছলনা-নির্ভর।