তোমার দু'চোখে ঝুঁকে দেখি -
ধানের চারার নীচে জল।
এত শান্তি, এত শোক, এত নীল নিমগ্ন আকাশ
কখনো দেখিনি আগে। টলটলে জলে
শরৎমেঘের ছায়া, চাষী-বউর মুখচ্ছবি ভাসে।
বিস্মিত বলের মতো ক্ষেতের কিনারে বসে
তোমার দু'চোখে ঝুঁকে দেখি -
ধানের চারার নীচে জল
মহাজগতের মতো হাসে !