সকালবেলায় ঘুম থেকে উঠে
বসে বসে শুধু হাই তুলি
সারাটা দিনের কাজ ও কর্ম
সব কিছু যেন যাই ভুলি
কলঘরে গিয়ে হাত মুখ ধুয়ে
বিছানাতে আমি ফের পড়ি শুয়ে
এমন সময় বাবা এসে কন
ঘুমের রেশ কি কেটেছে এখন
পড়া ও শোনায় নেই মোটে মন
পড়ছ না তুমি বুলবুলি
বাবা যে সবেগে
চলে যান রেগে
কে শুধরে দেবে বল তো এখন
হোমটাস্কের ভুলগুলি
দিদিমণিদের নেই তো সময়
সারাক্ষণ তাঁরা বড় বাঙময়
ক্ষুদ্র ঘরেতে আকণ্ঠ ঠাসা
ছাত্রীতে ভরা স্কুলগুলি
কে বলো বোঝাবে, কে দেখিয়ে দেবে
পাটিগণিতের রুলগুলি