বাংলা কবিতা

  • পুনর্লিখিত কবিতা
    - বিজয়া মুখোপাধ্যায়
  • সব কবিতাই পুনর্লিখিত কবিতা
    পুরোনো বোতলে নয়া মদ
    ভাঙা বাতিদানে নতুন মোমবাতি জ্বেলে দেওয়া
    জেনে গেছি, একথাগুলিও জীর্ণ, নিতান্ত পুরোনো
    আমাদের বক্তব্য পুরোনো, দ্বিধাগ্রস্ত দান ও গ্রহণ।   
    যেহেতু নতুন মানে মগজের মধ্যে প্রতিক্রিয়া
    অভ্যাস বদল, তাই
    নতুনে আসন্ন ভয়, বিপ্লবে সন্ত্রাস। 
    বিপ্লবের অর্থ ভেঙে দেওয়া - হুঁকো পালকি
                                   বৈঠকী মৌতাত?
    বিপ্লবের অর্থ ঢেলে সাজানো পুরোনো আদল,
                              একের বদলে অন্য?
    তবে কেন অযথা ঝঞ্ঝাট?
    যা আছে তা থাক, তার ছকটুকু থাক
    শুধু ঘুঁটি পাল্টে পাল্টে খেলা -  শব্দ নিয়ে,
                                    রঙিন মোমবাতি নিয়ে
    চোখ বন্ধ করে রাখা, খোলা কান
    কোথায় কী পুড়ছে জানি না,
    বাজনাটা বাজুক।