বাংলা কবিতা

  • বলো তো
    - শরৎকুমার মুখোপাধ্যায়
  • বলো তো, আমরা কবে জন্মেছিলাম?
    অনেককাল আগে
    তখন দিনকাল ছিলো অন্যরকম।
    বলো তো, আমরা কবে মরবো?
    অনেককাল পরে,
    তখন দিনকাল হবে অন্যরকম।
    আচ্ছা, এই যে আমরা বেঁচে রইলাম এতদিন
    ধ্বংস করলাম কাঁড়ি-কাঁড়ি খাদ্য ও পানীয়
    কী জন্যে?
    দিনকাল একটু বদলে দেওয়া
    আর কিছু না।