তুমি ভাবলে ফিরে-আসার পরেও
সব-কিছু তার নিজের জায়গায় রইবে অটুট
চিত্রদারুধেনু চরিয়ে গোঠে সুরদাসের আঁকা
বালকৃষ্ণ দাড়িয়ে থাকবেন
আবহমান কৃষ্ণচূড়ার নিচে
বোষ্টমী তার গান গাইতে গিয়ে
কন্ঠিবদল করবে থির বিজুরী
আগের মতো তোমার সঙ্গে!
তুমি নিজেই কি এক ফিরে আসার পরেও?