বাংলা কবিতা

  • অমরত্ব
    - উৎপল কুমার বসু
  • জনগণনার প্রত্যুষে 
    শুনি কুয়াশার কাছে গাছে কোকিল ডাকছে;
    হাঁসভর্তি পুকুরের জলে আমাদের স্নান 
    আমরা প্রত্যেকে নিজেদের চিনি,
    শুধু পাড় থেকে পৌরাণিক যাত্রার র্যাম ও রাবণ 
    সকলকে দেখছে 
    তারা এ-গাঁয়ে নতুন - কিছুটা অনিশ্চয়, কিছুটা বার্তাহীন,
    মনে হল হাতে যেন স্বর্গের ফুল ধরে আছে;
    ঐভাবে তাঁরা 
    নিজেদের অমরত্ব ঘোষণা করছে ।