বাংলা কবিতা

  • চুপ ! আদালত চলছে চলবে
    - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
  • 'চুপ ! 
    আদালত চলছে । '
    এক রাজা যায় 
    অন্য রাজা আসে - 
    একটু শব্দ হয় । 

    'চুপ !
    শব্দ নয় - 
    আস্তে, খুব আস্তে 
    কথা বলো ! স্বয়ং সম্রাট দেখ, কত আস্তে 
    রাস্তা দিয়ে হেঁটে যান ।

    স্বয়ং সম্রাট কত আস্তে কথা বলেন :
    'আমরা 
    অতি সাধারণ লোক।  '

    শতাব্দী থেকে 
    জন্ম নেয় আরেক নতুন 
    শতাব্দী ।
    - 'আস্তে জন্ম নাও, শিশু ! 
    সাবধান ! হাত পা ছু'ড়ো  না : 

    সামনে আদালত ।