বাংলা কবিতা

  • প্রকৃতি পড়ুয়া
    - শিবাশিস মুখোপাধ্যায়
  • বাজারে আগুন, মেজাজ চড়েছে টঙে 
    আগুন ছড়াল সূর্যাস্তের রঙে 

    হল্কা থামাতে আজ নানা ছলেবলে 
    জ্যোৎস্না ঢালল সন্ধের দমকলে 

    চাঁদ ও  চকোরে চুপি চুপি হ'ল কথা 
    ভুলে যেতে হবে কঠোর বাস্তবতা 

    তবু কলঙ্ক জমায়েত হ'ল চাঁদে 
    দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে !