বাংলা কবিতা

  • শুধু প্রেম নয়
    - অরুণকুমার সরকার
  • শুধু প্রেম নয়, কিছু ঘৃণা রেখো মনে,
    যেমন অনেক বৃক্ষ কোমলাঙ্গ কাঁটা দিয়ে ঢাকে ।
    আছে লালসার দাঁত, লোভের বিকট জিহ্বা, প্রভুত্বের লোমশ লাঙ্গুল
    ব্যাঙ্গের কুঠার, ঈর্ষা, অন্যায়ের সহসা ছোবল
    সইবে কেমনে?
    শুধু প্রেম নয় তাই যুগপৎ ঘৃণা রেখো মনে ।
     
    ক্ষমা মহাত্মার সজ্জা। তুমি আমি সাধারন লোক
    ছোট কি মাঝারি গাছ, আমাদের দরিদ্র শরীরে
    বর্ম কি বল্কল নেই কিংবা জ্যোতির্ময় গয়নাগাঁটি ।
    আমাদের ক্ষমা শুধু পিছু হটা, চোখ বুজে থাকা, দুর্বলতারই অন্য নাম ।
    চারিদিকের পশুদের নখ, দাঁত, তর্জনে গর্জনে
    ক্ষমা নয়, প্রেম নয়; কাঁটা, বিষ, ঘৃণা রেখো মনে ।
     
    সাজে না অবজ্ঞা ক্ষমা অস্তিত্বই বিপন্ন যেকালে
    অস্তিত্বের চেয়ে বড় আত্মসম্মানের ডালপালা ।
    স্বপ্নের পাখির নীড় ছিন্নভিন্ন । শ্রাবনেও অনাবৃষ্টি হেনে
    যারা কুঁড়ি ছেঁড়ে, যারা ফুলকে দেয় না দীর্ঘ সাধনার ফল
    ফলকে দেয় না মাটি জল হাওয়া স্রষ্টার আসন,
    শিকড়কে স্থানচ্যুত করে, মুঠি ধরে টানে চারাদেরও
     
    ঘৃণার বিষাক্ত রসে গাত্রদাহ হোক না তাদের
    প্রতিবাদ করো নিষ্ঠীবনে ।
    শুধু প্রেম নয়, কিছু ঘৃণা রেখো মনে ।