মাথা লক্ষ্য করে পরপর গুলি, তবু বেঁচে গেলেন ট্রাম্প! প্রভু জগন্নাথের কৃপা?
প্রতিদিন | ১৫ জুলাই ২০২৪
গৌতম ব্রহ্ম: মাথা লক্ষ্য করে পরপর গুলি। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কান রক্তাক্ত করে মাথা ঘেঁষে বেরিয়ে গেল একের পর এক গুলি। প্রভু জগন্নাথের কৃপাদৃষ্টিই কি এযাত্রায় বাঁচিয়ে দিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে?
পেনসিলভেনিয়ার গুলি কাণ্ডের পর এমনই দাবি করেছে ‘ইসকন’। সংস্থার মুখপাত্র তথা কলকাতা অফিসের ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস রবিবার ‘সংবাদ প্রতিদিন’-কে জানিয়েছেন, ১৯৭৬ সালে নিউ ইয়র্কের রাস্তায় প্রথম রথযাত্রার পরিকল্পনা করেছিল ইসকন। কিন্তু কেউ রথ তৈরি করার জন্য প্রয়োজনীয় জায়গা দিতে রাজি হচ্ছিলেন না। প্রায় একডজন ফার্ম মালিকের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর ট্রাম্পের দ্বারস্থ হয় ইসকন কর্তৃপক্ষ। সবাইকে অবাক করে ট্রাম্প সহযোগিতার হাত বাড়িয়ে দেন। রথ তৈরির জন্য তাঁর সদ্য কেনা রেল ইয়ার্ড দিয়ে দেন। এর জন্য এক পয়সাও নেননি বছর তিরিশের উদীয়মান রিয়েল এস্টেট উদ্যোগী ট্রাম্প। ইসকনের বিশ্বাস, সেই সহযোগিতার জন্যই ৪৮ বছর পর প্রভু জগন্নাথ ট্রাম্পকে আততায়ীর গুলিবৃষ্টির হাত থেকে অলৌকিকভাবে বাঁচিয়েছেন।