আজকাল ওয়েবডেস্ক: বর্ধমানে আতঙ্ক। সদ্যোজাতর মাথা খুবলে খেল অজানা প্রাণী! বৃহস্পতিবার সকালে জেলার নীলপুর পীরতলার কাছে মৃতদেহটি রাস্তার ধারে পড়ে ছিল। দেহটি একটি কন্যাসন্তানের বলে জানা যায়। পুলিশে খবর দিলে তারা এসে নিয়ে যায়। কীভাবে দেহটি ওখানে এল বা কোন প্রাণী এভাবে খুবলে খেল সে সম্পর্কে জানতে খোঁজ নিচ্ছে তারা।
স্থানীয়দের অনুমান, সদ্যোজাত যেহেতু একটি কন্যাসন্তান তাই এমনও হতে পারে সেজন্য তার অভিভাবক তাকে পরিত্যাগ করতে পারে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।