• প্রেমিকার সঙ্গে লিভ-ইন, পানশালায় করতেন কাজ! তিলজলায় মিলল তরুণীর দেহ...
    আজকাল | ০১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকের সঙ্গে থাকতেন, সেই ফ্ল্যাট থেকেই পুলিশ উদ্ধার করল তরুণীর দেহ। বেপাত্তা সঙ্গী। ঠিক কি ঘটেছিল? তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, তরুণীর প্রেমিক তাঁর দিদিকে ফোন করে জানান বোনের আত্মহত্যার কথা। তরুণীর দিদি বেঙ্গালুরুতে থাকেন। অভিযোগ তারপর থেকেই ওই যুবকের ফোন বন্ধ। তরুণীর দিদি সেখান থেকে ১০০-তে ফোন করে পুলিশে খবর দেন। পুলিশ তরুণীর প্রেমিকের নম্বরে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে। তরুণীর দেহ ময়াতদন্তে পাঠানো হয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ।
  • Link to this news (আজকাল)