• স্নান সেরে মাটি থেকে ২০০ ফুট উঁচু বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মঘাতী হলেন বর্ধমানের এক ক্ষেতমজুর ...
    আজকাল | ১০ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আত্মঘাতী হতে মাটি থেকে প্রায় ২০০ ফুট উঁচু বিদ্যুতের খুঁটিতে উঠলেন এক ক্ষেতমজুর। এরপর সেখানেই পোলের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে বর্ধমান সদর থানার সিজেপাড়া গ্রামে। মৃতের নাম মিঠুন মালিক (৪২) বলে জানা গিয়েছে। 

    গ্রামবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিকভাবে গরীব মিঠুন দীর্ঘদিন ধরেই ক্ষেত মজুরের কাজ করে আসছিলেন। এদিন আত্মঘাতী হওয়ার আগে তিনি একটি পুকুরে স্নানও করেন। এরপরেই বিদ্যুতের খুঁটিতে উঠতে শুরু করেন। ওপরে ওঠার পর কখন যে তিনি আত্মঘাতী হন তা খেয়াল করেননি কেউ।

    স্থানীয় গ্রামবাসী বঙ্কেশ্বর মালিক জানান, এদিন কাজের পর পুকুরে স্নান সেরে মিঠুন ওই খুঁটতে উঠতে চেষ্টা করলে তাঁকে উপস্থিত কয়েকজন তাঁকে বিরত করার চেষ্টা করেন। সাময়িক থামলেও এরপর কখন সে খুঁটি বেয়ে আত্মঘাতী হয়েছে তা কেউই খেয়াল করেননি। 

    মিঠুনের স্ত্রী শিখা মালিক জানান, তাঁদের মধ্যে কোনও অশান্তি ছিল না।‌ কেন তাঁর স্বামী আত্মঘাতী হল সে বিষয়টি তাঁর কাছে একেবারেই পরিষ্কার নয় বলেই তাঁর দাবি।
  • Link to this news (আজকাল)