স্নান সেরে মাটি থেকে ২০০ ফুট উঁচু বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মঘাতী হলেন বর্ধমানের এক ক্ষেতমজুর ...
আজকাল | ১০ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আত্মঘাতী হতে মাটি থেকে প্রায় ২০০ ফুট উঁচু বিদ্যুতের খুঁটিতে উঠলেন এক ক্ষেতমজুর। এরপর সেখানেই পোলের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে বর্ধমান সদর থানার সিজেপাড়া গ্রামে। মৃতের নাম মিঠুন মালিক (৪২) বলে জানা গিয়েছে।
মিঠুনের স্ত্রী শিখা মালিক জানান, তাঁদের মধ্যে কোনও অশান্তি ছিল না। কেন তাঁর স্বামী আত্মঘাতী হল সে বিষয়টি তাঁর কাছে একেবারেই পরিষ্কার নয় বলেই তাঁর দাবি।