নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধনতেরস উপলক্ষ্যে আদি সুরভী ম্যানসন জুয়েলার্সে চলছে বিশেষ অফার। হলমার্ক যুক্ত সোনার গয়নার মজুরিতে ২৫ শতাংশ ও হীরের গয়নার মজুরিতে ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। সোনারপুর ও বারুইপুরের শোরুমে বিশেষ ছাড় পাবেন তাঁরা। ৩০ অক্টোবর পর্যন্ত এই অফার চালু রয়েছে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার।