• আর জি কর মামলা: মঙ্গলবার থেকে শিয়ালদহ আদালতে কলকাতা পুলিশের সাক্ষ্যগ্রহণ
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৪
  • অর্ণব আইচ: আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় এবার থেকে শুরু হচ্ছে পুলিশের সাক্ষ‌্যদান। এই মামলার বিচারপর্বে মঙ্গলবার শিয়ালদহ আদালতে সাক্ষ‌্য দিতে পারেন কলকাতা পুলিশের এক ভিডিওগ্রাফার। এদিকে, সোমবার সন্ধ‌্যা হয়ে যাওয়ায় শেষ হয়নি মহিলা চিকিৎসকের সাক্ষ‌্যদান। তাই মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচারপর্বে মঙ্গলবার দুপুর বারোটা থেকে ফের সাক্ষ‌্য গ্রহণ করবে শিয়ালদহ এডিজে আদালত। এছাড়াও মঙ্গলবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি শাখার এক পুলিশকর্মীর সাক্ষ‌্য গ্রহণ করা হতে পারে।

    গত ৯ আগস্ট, ঘটনার দিন দুপুরে আর জি কর হাসপাতালের চারতলায় ঘটনাস্থল সেমিনার রুমে ভিডিওগ্রাফির দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মী। প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁর সাক্ষ্য নিতে চায় আদালত। মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত থাকা আরও এক সরকারি বিভাগের কর্মীরও সাক্ষ‌্য গ্রহণ করতে পারে আদালত। গত সপ্তাহ টানা শিয়ালদহ আদালতে আর জি কর মামলার বিচারপ্রক্রিয়া চলেছে। এর পর সোমবার দুপুর থেকে ফের সঞ্জয় রায়ের বিচারপর্ব শুরু হয়। এদিনও প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয়কে শিয়ালদহ আদালতে নিয়ে আসার পর গাড়ি থেকে নামার পর সে কিছু বলার চেষ্টা করে। কিন্তু ক্রমাগত গাড়ির হর্ন ও বনেটে শব্দের কারণে তার বক্তব্য কেউ শুনতে পাননি। একাংশের অভিযোগ, ইচ্ছে করেই সঞ্জয়কে কিছু বলতে দেওয়া হচ্ছে না।

    অন্যদিকে, গত শুক্রবার এক ভিডিওগ্রাফারের সাক্ষ‌্য নেওয়া হচ্ছিল শিয়ালদহ আদালতে। কিন্তু সেই সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। তাই সোমবার আগে ওই পর্বটি শেষ করা হয়। এদিন সুরতহালের ম‌্যাজিস্ট্রেটের সাক্ষ‌্য নেয় আদালত। এর পর এক মহিলা চিকিৎসকেরও সাক্ষ‌্য গ্রহণ করা হয়। কিন্তু সন্ধ‌্যা হয়ে যাওয়ার কারণে তাঁর সাক্ষ‌্যদান সম্পূর্ণ হয়নি। তাই মঙ্গলবার প্রথমেই তাঁর সাক্ষ‌্য গ্রহণ করবে আদালত।
  • Link to this news (প্রতিদিন)