• 'সব বাংলাদেশি রোগীদের বয়কট করুন,' ডাক্তারদের অনুরোধ শুভেন্দুর
    আজ তক | ২৯ নভেম্বর ২০২৪
  • বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা ও অপমান নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনা প্রসঙ্গে কলকাতার স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ড. ইন্দ্রনীল সাহার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। শুভেন্দু তাঁর কথা ধরেই বলেন, দেশ আগে, রোজগার পরে। পাশাপাশি গোটা ভারতীয় ডাক্তার সমাজ ও ব্যবসায়ীদের অনুরোধ করেন, বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার। পতাকার অবমানা ও অপমানের জন্য বাংলাদেশী রোগীদের বয়কটের দাবি তোলেন।

    বাংলাদেশে পতাকার অবমাননা প্রসঙ্গে ড. ইন্দ্রনীল সাহা সোশ্যাল মিডিয়ায় লেখেন, "চেম্বারে বাংলাদেশের রোগী দেখা বন্ধ রাখছি।"

    শুভেন্দু বলেন, "বাংলাদেশে যদি হিন্দু সম্প্রদায়ের কাছে চুল-দাঁড়ি কাটবেন না, মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না বলে থাকে, আমিও বলতে চাই এবার কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এমন উত্তর দিন, যাতে আজকের বাজারে দেড়শো টাকা পেঁয়াজ, ১২০ টাকা আলু, আর পাকিস্তানের মতো ১ হাজার টাকা লিটার পেট্রোল আর ৪০০ টাকা কেজি আটা, পাকিস্তানের মতো অবস্থা হবে। ভারত থেকে যদি ফারাক্কার ওপর দিয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের ৮০ ভাগ জায়গা অন্ধকার হয়ে যাবে।"

    জাতীয় পতাকার অপমান নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি, "আমার জাতীয় পতাকা আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্ম বলিদান দিয়েছেন। ৩ হাজার ভারতীয় সেনা সহ ১৭ হাজার বিএসএফেরা আত্ম বলিদান দিয়েছেন। ৩০ হাজার বাঙালি আত্মবলিদান দিয়েছেন। তারপর ৭১-এর বিজয় এসেছে। বাংলাদেশেরে মাটিতে বসে রাজাকার ও চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে।"

    প্রসঙ্গত, বাংলাদেশে BUET বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে ভারতীয় পতাকা ও ইজরায়েলের পতাকা বিছিয়ে রাখার একটি ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। যদিও, এই ছবি ও ভিডিওটির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 
  • Link to this news (আজ তক)