• বজবজে গভীর রাতে ‘প্রেমিকে’র সঙ্গে বচসার পরই যৌনকর্মীর রহস্যমৃত্যু! ঘনাচ্ছে রহস্য
    প্রতিদিন | ২৯ নভেম্বর ২০২৪
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বজবজে যৌনকর্মীর রহস্যমৃত্যু। উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। অভিযোগ, প্রেমিকের হাতেই খুন হয়েছেন ওই তরুণী। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তকে।

    জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজ (Budge Budge)এলাকার নিষিদ্ধপল্লিতে থাকতেন ওই মহিলা। তবে আদতে ক্যানিংয়ের বাসিন্দা তিনি। ভিকি নামে একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। ওই যুবক নিয়মিত তরুণীর কাছে আসতেন। তাঁদের মধ্যে অশান্তিও হত বলে জানিয়েছেন ওই এলাকার অন্যান্য যৌনকর্মীরা। বৃহস্পতিবার রাতেও ওই তরুণীর ঘর থেকে অশান্তির শব্দ পান অন্য়ান্যরা। তবে তাঁরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি। ভেবেছেন, প্রতিদিনের মতোই মিটে যাবে। খানিকক্ষণ পর ভিকি চিৎকার করে আশেপাশের লোকজন ডাকেন। জানান, ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্য়া করেছে।

    সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। রাতেই ঘটনাস্থলে যায় বজবজ থানার পুলিশ। দেহ উদ্ধার করে বজবজ পুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তরুণীকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই বজবজ থানার পুলিশ ভিকিকে আটক করেছে। মৃতার প্রতিবেশীদের অভিযোগ, প্রেমিকই খুন করেছে তরুণীকে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকির নামে এর আগেও অন্যান্য থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের ছিল, এমনকি ভিকি জেলও খেটেছে।
  • Link to this news (প্রতিদিন)