• আদালতে চিন্ময় প্রভুর হয়ে সওয়ালের শাস্তি! মৌলবাদীদের মারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইনজীবী
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই আদালতে উঠবে চিন্ময় প্রভুর জামিন মামলা। ঠিক তার আগের রাতেই হাসপাতালে আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর আইনজীবী। অভিযোগ, বাংলাদেশে বর্ষীয়ান আইনজীবীর বাড়িতে হামলা চালায় মৌলবাদীরা। তাঁকেও বেধড়ক মারধর করা হয়েছে। এমনই দাবি করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

    এক্স হ্যান্ডেলে আইনজীবী রমেন রায়ের হাসপাতালের একটি ছবি পোস্ট করেছেন রাধারমণ দাস। সঙ্গে লিখেছেন, “আইনজীবী রমেন রায়ের জন্য প্রার্থনা করুন। তাঁর একমাত্র ভুল আদালতে তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করছেন। ইসলাম ধর্মাবলম্বীরা তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁর উপরও নৃশংসভাবে অত্যাচার করেন। আইসিইউতে ভর্তি। মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”
  • Link to this news (প্রতিদিন)