• প্রেমিকের গোপনাঙ্গে ধারালো অস্ত্রের কোপ
    প্রতিদিন | ০৮ ডিসেম্বর ২০২৪
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: প্রেমিকের গোপনাঙ্গ কাটল প্রেমিকা! শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের পার্বতীপুর শেখপাড়ায়। কী কারণে এই আচরণ তা এখনও স্পষ্ট নয়। তবে তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম শেখ আসিফ। বয়স ২৪ বছর। তাঁর সঙ্গে ২০ বছরের সুমাইয়া খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। পরে তা ভেঙে যায়। স্থানীয় সূত্রে দাবি, পরে দুজনের সম্পর্ক ঠিকও হয়ে গিয়েছিল। গতকাল রাতে আসিফকে শেখপাড়ায় ডেকে পাঠিয়েছিলেন সুমাইয়া। এর পর তাঁকে গাছে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকের গোপনাঙ্গে আঘাত করেন প্রেমিকা। অর্ধেক পুরুষাঙ্গ কেটে যায়। গুরুতর জখম অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি।

    সুমাইয়াকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশের প্রাথমিক ধারনা, সুমাইয়া একা নয়, তার সঙ্গে আরও কেউ ছিল। নয়তো ২০ বছরের তরুণীর পক্ষে একা এই কাজ করা সম্ভব নয়। গোপনাঙ্গে আঘাতের কারণ ঘিরেও ধোঁয়াশা রয়েছে। মনে করা হচ্ছে, প্রেমে কোনও অশান্তির জেরেই এই কাণ্ড ঘটায় তরুণী। একটানা জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা চলছে।  
  • Link to this news (প্রতিদিন)