• তেরঙ্গার অপমান, হিন্দু নির্যাতন! এবার বাংলাদেশিদের জন্য বন্ধ ডুয়ার্সের হোটেলের দরজা
    প্রতিদিন | ১৩ ডিসেম্বর ২০২৪
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: এবার বাংলাদেশিদের জন্য আপাতত বন্ধ হল ডুয়ার্সের হোটেলের দরজা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ উত্তপ্ত। ভারত সম্পর্কে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছে পড়শি দেশ। ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও দেখা গিয়েছে। সেই সব কিছুকে সামনে রেখেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

    উত্তরবঙ্গের ডুয়ার্স পর্যটনের জন্য অতি জনপ্রিয় স্থান। শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে ডুয়ার্সে। হোটেল, হোম স্টেগুলিতে জায়গা পাওয়া যায় না। বাংলাদেশি পর্যটকরাও ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে যান। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কোনওভাবেই বাংলাদেশিদের ছাড় দেওয়া হচ্ছে না। বাংলাবেশিদের বয়কট করা হল। ওই দেশের নাগরিকরা ডুয়ার্সে গেলে থাকার জায়গা পাবেন না। হোটেল, হোম স্টেগুলির দরজা আপাতত তাদের জন্য বন্ধই রাখছে।
  • Link to this news (প্রতিদিন)