• প্রেমিকের সঙ্গে বিয়েতে আপত্তি পরিবারের, হতাশায় চরম পদক্ষেপ মহিলা চিকিৎসকের ...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পছন্দের পাত্রের সঙ্গে বাড়ির লোকেরা বিয়ে দেওয়ার জন্য রাজি না হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন মুর্শিদাবাদের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক মহিলা চিকিৎসক। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ডাক্তারের নাম পৌলমী বিজয়পুরী (৩১)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের কান্দি শহরের নতুনপাড়া এলাকায়। শুক্রবার রাতে ওই ডাক্তারকে অচৈতন্য অবস্থায় কান্দি মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ওই চিকিৎসক। বর্তমানে তিনি কান্দি মহকুমার বহড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। পৌলমীর বাবা প্রশান্ত বিজয়পুরীও পেশায় একজন চিকিৎসক। যদিও পরিবারের কোনও সদস্য পৌলমীর আত্মঘাতী হওয়ার কারণ সম্পর্কে মুখ খুলতে রাজি হননি। 

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক মৃতার কয়েকজন আত্মীয় বলেন, পৌলমীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পৌলমী সম্প্রতি তাঁকে বিয়ে করার কথা বাড়িতে জানালেও, পরিবারের লোকেরা এই বিয়েতে মত দেননি। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতেও বাড়িতে অশান্তি হয়। এর কিছুক্ষণের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন পৌলোমী। 

    বাড়ির সদস্যরা দরজা ভেঙে পৌলমীকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার কান্দি হাসপাতালে তাঁর দেহের  ময়নাতদন্ত হয়েছে।
  • Link to this news (আজকাল)