• কলকাতার ফুটপাথ থেকে উদ্ধার সাতমাসের শিশু, যৌনাঙ্গে ক্ষত, ভর্তি হাসপাতালে ...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফুটপাথে আচমকা শিশুর কান্না। ৩০ নভেম্বর রাত পৌণে দুটো নাগাদ স্থানীয় বাসিন্দা আচমকা ফুটপাথে শিশুর কান্না শুনেই খবর দেয় পুলিশে। খবর পেয়েই পুলিশ তৎক্ষণাৎ ছুটে যায় ঘটনাস্থলে। আর সেখানে গিয়েই উদ্ধার হয় একরত্তি। একই সময়ে জানা যায়, ওই জায়গা থেকে অনতিদূরের দুজন ফুটপাথবাসী তাঁদের মেয়ে খোয়া যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, সাত মাসের শিশুর খোঁজ মিলছে না।

    ঠিক যেখানে তাঁরা থাকেন, তা থেকে প্রায় ১০০ মিটার দূরে উদ্ধার হয় ওই শিশু। ওই দম্পতি উদ্ধার হওয়া শিশুকে নিজেদের সন্তান বলে শনাক্ত করেন। শারিরিক পরীক্ষার জন্য শিশুকে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুর যৌনাঙ্গে এবং শরীরের অন্যান্য অংশে আঘাতের চিহ্ন রয়েছে। 

    বড়তলা থানায় পকসো আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, শিশুটি এখনও চিকিৎসাধীন। পুলিশ তদন্ত শুরু করেছে, খোঁজ চলছে অপরাধীর। যদিও ঘটনায় এখনও কেউ আটক বা গ্রেপ্তার হয়নি
  • Link to this news (আজকাল)