• সোনায় সুখবর, ফের কমল দাম, জেনে নিন কলকাতায় আজ সোনার দাম কত
    আজকাল | ২১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন। তারপরই বড়দিন। আবার তার হাত ধরেই আসবে নতুন বছর। উৎসবের সিজন চলছে। এই সময় সোনা কিনবেন বলে যারা ভাবছেন তাদের কাছে সুখবর। ফের কমে গেল সোনার দাম। যারা এই সময় সোনা কিনবেন বলে ভাবছেন তারা আর দেরি করবেন না। কলকাতায় সোনার দাম কত রয়েছে দেখে নিন একঝলকে।

     

    কলকাতায় ২২ ক্যারাট ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৩৯ টাকা। ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৩২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৩৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা।

    কলকাতায় ২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৬৭৯ টাকা। ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৬১ হাজার ৪৩২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৬ হাজার ৭৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৬৭ হাজার ৯০০ টাকা।

    কলকাতায় ১৮ ক্যারাট ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৭৫৯ টাকা। ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৭২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৫৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার ৯০০ টাকা।

     

    এই সময় সোনার দামে খুব একটা হেরফের হবে না। তবে যদি সামান্য সোনার দাম কমে গিয়ে থাকে তাহলে সেই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। সোনা ঘরে আনলেই হবে শ্রীবৃদ্ধি। হলুদ ধাতুর দাম প্রতিদিন কমে বা বাড়ে। সেদিক থেকে দেখতে হলে দাম কম থাকলে সেখান থেকে নিজেদের ঘরে বন্দি করুন সোনাকে। তাহলেই ফিরবে ভাগ্যের চাকা। আসবে সুখ-শান্তি। 
  • Link to this news (আজকাল)