• বৌয়ের অত্যাচারে 'সর্বস্বান্ত'! পুলিসের দ্বারস্থ রাজ্য সরকারের পদস্থ আধিকারিক...
    ২৪ ঘন্টা | ২৮ ডিসেম্বর ২০২৪
  • চিত্তরঞ্জন দাস: বিবাহ-বর্হিভূত সম্পর্কে জেনে যাওয়ার অত্যাচার? ভয় দেখিয়ে ১ কোটি টাকা আদায়ের চেষ্টা? বিয়ের পর চরম আর্থিক সংকটে WBCS অফিসার! স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে।

    স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরের বেঙ্গল অম্বজা এলাকার বাসিন্দা নীলাদ্রি মুখোপাধ্যায়। পেশায় রাজ্য সরকারের পদস্থ আধিকারিক। WBCSঅফিসার পদে কর্মরত তিনি। এক বছর আগে বিয়ে করেন নীলাদ্রী। কিন্তু স্ত্রী সুতপা নাকি এখন বাডিছাড়া! কেন? স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এবার স্ত্রীর পাল্টা অভিযোগ করলেন ওই  WBCS অফিসার।

    নীলাদ্রির দাবি, 'অন্য একটি ছেলের সঙ্গে ওর সম্পর্ক রয়েছে। সেটা জানতে পারার পর থেকে আমাদের উপর রীতিমতো মানসিক অত্যাচার করত। এক কোটি টাকা দাবি করেছিল। না দিলে বধূ নির্যাতনের মামলা ভয় দেখাত'। মা গীতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, আমি হাসপাতালে ভর্তি ছিলাম। তারই মাঝে জানতে পারি বৌমা দলবল নিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে সব লুটপাট চালিয়েছে। বাড়ির সমস্ত কিছু লুটপাট চালিয়ে ওরা তালা দিয়ে চলে গিয়েছে।  মরা চরম সমস্যার মুখে পড়ে দুর্গাপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি'।

  • Link to this news (২৪ ঘন্টা)