দেশি বোমা তৈরি করতে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম বেশ কয়েকজন...
আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দেশি বোমা তৈরি করতে গিয়ে তা ফেটে গুরুতর জখম হলেন বেশ কয়েকজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল নাগাদ মুর্শিদাবাদ থানার অন্তর্গত লালবাগ শহরের বিবেকানন্দ পল্লী এলাকায়। ঘটনাস্থল থেকে ফরিদ শেখ নামে বছর চল্লিশের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পাওয়ার পরেই মুর্শিদাবাদ থানার পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এলাকার একটি বাড়ি।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর থেকে ফরিদ শেখ নামে ওই ব্যক্তি লালবাগ শহরের বিবেকানন্দ পল্লী এলাকায় আরও কয়েকজনের সঙ্গে একটি বাড়িতে বসে বোমা তৈরি করছিল। সেই সময় হঠাৎই বেশ কিছু বোমা সশব্দে ফেটে যায়। কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় ওই ঘরে থাকা কয়েকজন ব্যক্তি আহত হলেও ফরিদ শেখ ছাড়া আর কাউকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা যায়নি। জেলা পুলিশের এক আধিকারিক জানান, বহরমপুর থানার শিয়ালমারা এলাকার বাসিন্দা ফরিদ বোমা তৈরীর একজন অভিজ্ঞ কারিগর হিসেবে পরিচিত।
ওই ব্যক্তিকে বোমা তৈরির জন্য কেউ বিশেষ কন্ট্র্যাক্ট দিয়ে নিয়ে এসেছিল লালবাগ শহরে। সম্প্রতি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর-খয়েরতলা এলাকায় বোমা তৈরি করতে গিয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়। ভেঙে পড়ে গোটা একটি বাড়ি। এর কিছুদিনের মধ্যেই ফের একবার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের অভিযোগ, ‘কিছুদিন আগে নওদা এবং হরিহরপাড়া থেকে চার জঙ্গি ধরা পড়ে। আমার আশঙ্কা, জেলায় সন্ত্রাসবাদী কাজের জন্য এই বোমা তৈরি হচ্ছিল’।