ফের বাংলাদেশের একাধিক নেতার নানা হুঙ্কারের জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দেন, বাংলাদেশকে জবাব দিতে ভারতের ৫টি ড্রোনই যথেষ্ট। তীব্র কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, ওরা এখনও ভারতের শক্তি সম্পর্কে জানেন না।
শুভেন্দু বলেন, লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে ওদের। এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না। বন্দুকে যুদ্ধ হয় না। ম্যান পাওয়ার লাগে না। ভারত শুধু ৫টা ড্রোন পাঠাবে। ওরা এখনও ভারতের তাকত সম্পর্কে জানে না। মুর্খগুলো, অশিক্ষিত গুলো। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ, ধপাধপ, ধপাধপ!
এভাবেই কার্যত বাংলাদেশের একাংশের হুঙ্কারের জবাব দিলেন শুভেন্দু অধিকারী।
তবে এবারই প্রথম নয়, এর আগেও বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছিলেন শুভেন্দু।
গত বছর ডিসেম্বরের প্রথম দিকে বসিরহাটের নাকুয়াদহ হাজরাতলা মোড়ের প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে প্রতিবাদ সভার আয়োজন করেছিল বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে এই সভা। সেখানে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছিল। ভারতের জাতীয় পতাকাকে বাংলাদেশে অবমাননা করা হয়েছে এই অভিযোগ তুলে সভাস্থলে প্রতিবাদ জানানো হয়।
শুভেন্দু সেই সভায় বলেছিলেন, মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভূকে মুক্তি না দিলে, জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাব। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জির এক দেশ, এক নিশান, এক বিধান, ৩৭০কে বিলোপ করে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন। এবার সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষার কমিটি তৈরি করার। ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে। এই লড়াই বাঁচার লড়াই।রাজ্যের মুখ্য়মন্ত্রীর কথার পরিবর্তন কেন হচ্ছে জানেন আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন, তিনি বুঝতে পারছেন শুধু ৩০ শতাংশ দিয়ে বৈতরনী পার হওয়া যাবে না। ৭০শতাংশ এক হয়ে যাচ্ছে। আপনি এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। সিপিএম শুরু করেছিল আর আপনি সম্পূর্ণ করছেন। এক কোটি রোহিঙ্গাদের…ঢুকিয়ে দিয়েছেন। ওনার এক মন্ত্রী তো এক ধাপ এগিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী। বললেন মহম্মদ ইউনুস ঠিক করছেন।ওটা অভ্যন্তরীন বিষয়। এই মুখ্য়মন্ত্রী পশ্চিমবঙ্গের হিন্দুদের প্রটেকশন দিতে পারেননি। '
এর আগে শুভেন্দু বলেছিলেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিনলক্ষ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কী?